কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ থাকে, ভালো থাকে। খেলাধুলা বিনোদনের অন্যতম মাধ্যম, তাই সুষ্ঠু ও সুন্দর জাতি গঠনে লেখা-পড়ার পাশাপশি খেলাধুলার বিকল্প নেই বলেও জানান তিনি।
বুধবার সকালে কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে দেশ ও জাতি বিশ্ববাসীর কাছে সহজেই পরিচিতি লাভ করে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই বিদ্যালয়ের ঐতিহ্য রয়েছে, এখানে পড়ালেখার পাশাপাশি ভালো খেলোয়াড়ও তৈরী হয়েছে এখান থেকে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মহা: মোজাম্মেল হক’র সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক পত্নী আইরিন আক্তার, স্থানীয় সরনকার বিভাগের উপ-পরিচালক আরিফ-উজ্জামান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাদিরা খানম ও নীলিমা বিশ্বাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন হোসনেয়ারা, সাইদুল ইসলাম, জাহাঙ্গীর সিদ্দিক, রেজাউল করিম,শাহিনা বেগম ও অলকা রায়, জাহাঙ্গীর সিদ্দিক, হাফেজ রুহুল আমিন, সেলিম উদ্দিন উদ্দিনসহ অন্যান্য সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ও সিনিয়র শিক্ষক আনোয়ার আজম সরকার এর অকাল মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,১৫ মার্চ ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post