Print Date & Time : 11 September 2025 Thursday 8:29 pm

কুড়িগ্রামে আইডিইবির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামে “উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যাক্তা নীতি প্রতিপাদ্য নিয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লােমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদশ (আইডিইবি) র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকাল সাড় ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর শান্তির প্রতীক কবুতর উড়িয়ে একটি বর্ণাঢ্য র‍্যালির উদ্বােধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মােহাম্মদ সাইদুল আরীফ। আইডিইবি কুড়িগ্রাম জেলা সভাপতি মা: রায়হান মিঞার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলােচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মা: মাহববুর রহমান সিদ্দিকি এবং কুড়িগ্রাম সড়ক বিভাগর উপ-বিভাগীয় প্রকৌশলী মােঃ মাতাহার আলী, আইডিইবি সহ-সভাপতি বকুল চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান প্রমুখ। পরে র‍্যালিটি সেখান থেক বের হয়ে কুড়িগ্রাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক বিভাগে এসে সমাপ্ত হয়।
সভায় বক্তরা বলেন, প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নিয়ে মহান মুক্তিযুদ্ধ অংশ নেওয়া আইডিইবি সংগঠনটি পেশাজীবীদের নিয়ে এখনও দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। অব্যাহত উন্নয়ন কর্মকান্ড তাদের পেশাদারিত্ব নিয়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখারও আশাবাদ ব্যক্ত করেন তারা।

দৈনিক দেশতথ্য//এইচ//