বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎস্বার্থে বিদেশে প্রেরণের দাবিতে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে অনশন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের দাদামোড়স্থ চৌরাস্তা মোড়ে এই কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলামের সভাপতিত্বে সহসভাপতি অধ্যাপক শফিকুল শফিকুল বেবু, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, সাবেক সহ-সভাপতি শহিরুজ্জামান সাজু, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, আলতাফ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর, -সভাপতি নাসিম পারভেজ তারা, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান জুবায়ের হিমেল, জেলা কৃষক দলের আহ্বায়ক খলিলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরমান হোসেন, জেলা জাসাসের সদস্য সচিব বাহাদুর প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবি জানান।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post