জোড়া খুনের মামলার মূলহোতা হারুনুর রশিদকে প্রায় একযুগ পর চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম পুলিশ।
(২০ আগস্ট) রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন।
গ্রেফতার হওয়া হারুনুর রশিদ উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকার বাসিন্দার বলে জানান পুলিশ।
পুলিশ আরো জানায়, কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাট নামক চরাঞ্চল এলাকায় জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে ১২ সালে আব্দুল মজিদ এবং মোক্তার আলী নামের দু’জন খুন হয়। এরই ধারাবাহিকতায় সেইসময় উলিপুর থানায় হত্যা মামলা দায়ের হয়। সেই সূত্রধরে মামলার এজাহারভুক্ত পলাতক আসামী মোঃ হারুনুর রশিদ প্রায় দীর্ঘ এক যুগ ধরে গ্রেফতারের ভয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় আত্মগোপন করে এবং কিছুদিন পরপর তার অবস্থান পরিবর্তন করে।
উলিপুর থানা পুলিশ দীর্ঘ সময় ধরে আসামিকে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন কৌশল অবলম্বনসহ গোপন তথ্য সংগ্রহ করে তার অবস্থান নিশ্চিত করে। এক পর্যায়ে উলিপুর থানা পুলিশ চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় র্যাবের সহায়তায় তাকে গ্রেফতার করেতে সক্ষম হয়।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন জানান, উলিপুর থানার ২০১২ সালের জোরা খুন মামলার মূলহোতাকে পুলিশ ও র্যাবের যৌথ চেষ্টায় আমরা তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হই।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post