শাহীন আহমেদ, কুড়িগ্রাম : কুড়িগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কারাতে ফেডারেশন ও কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মেয়েদের কারাতে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। মাস ব্যাপী প্রশিক্ষনে ৩০জন কিশোরী অংশগ্রহন করে।
শনিবার সকালে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে প্রশিক্ষন পরবর্তী সমাপনী ও বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও তিতুমীর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শারিনা আখতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, প্রশিক্ষক খাজা ইউনুছ ঈদুল প্রমুখ।

Discussion about this post