শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরম্নঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নে এক মুক্তিযোদ্ধা পরিবারের প্রায় কোটি টাকা মূল্যের ৩৫ শতক জমি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শনিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা আলিমুদ্দিনের পূত্রবধূ আনজিনা বেগম। এসময় তার শাশুরী আনোয়ারা বেগম, স্বামী মিজানুর রহমান মিজু ও জমি বিক্রেতা মুক্তিযোদ্ধা মেহের আলী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
অভিযোগ বলা হয়, কেন্দ্রিয় ছাত্রলীগের আন্ত্মর্জাতিক বিষয়ক সম্পাদক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরন্নবী চৌধুরী খোকনের পূত্র রাকিনুল ইসলাম ছোটন প্রভাব খাটিয়ে ছাত্রলীগের সাঙ্গপাঙ্গদের নিয়ে ইনজাংশনকৃত জমি জবরদখল করে সেখানে ঘর তুলছে। এসময় থানায় অভিযোগ করা হলেও পুলিশ কার্যকর ব্যবস্থা গ্রহন করেনি। আমরা প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার চাই। অভিযোগ অস্বীকার করে রাকিনুল ইসলাম ছোটন বলেন, অভিযোগকারীর স্বামী মিজানুর রহমান মিজু নিজেই একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ভূমি দস্যু। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জেলও খেটেছে। বিরোধপূর্ণ জমিতে আমি বা ছাত্রলীগেরর কারো সম্পৃক্ততা নেই। প্রকৃত জমির মালিক নজরুল নিজেই
ঘর তুলছে। তারা জাল দলিল করে দখলে নিয়েছিল।

Discussion about this post