Print Date & Time : 11 September 2025 Thursday 9:34 pm

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়লো ১৬ কেজি ওজনের পাঙ্গাশ

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়লো ১৬ কেজি ২০০ গ্রাম ওজনের এক পাঙ্গাশ মাছ। বৃহস্পতিবার ( ৫ অক্টোবর ) সকালে স্থানীয় জেলে কোরবান মিয়ার ইলিশের জালে এ মাছটি ধরা পড়ে।

পরে মাছটি বিক্রি করার জন্য কুয়াকাটা মেয়র বাজারের মেসার্স তামান্না ফিসের আড়তে উঠালে নিলাম ডাকে শাহাবুদ্দীন নামের এক মৎস্য ব্যবসায়ী ১২০০ টাকা কেজি দরে ১৯০০০ হাজার ৪শত ৪০ টাকায় মাছটি কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী মোঃ শাহাবুদ্দীন ফরাজি বলেন, এই পাঙ্গাশটি মুলত বঙ্গোপসাগরে জেলেদের ইলিশের জালে ধরা পড়েছে। আমি মাছটি বিক্রির জন্য কিনেছি। আশা করি এখানেই মাছটি বিক্রি হবে, না হলে ঢাকায় পাঠিয়ে ভালো লাভে বিক্রি করবো।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বছরের দুইবার সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইলিশের পাশাপাশি এখন পাঙ্গাশ সহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এতে জেলেরা লাভবান হচ্ছেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৫ অক্টোবর ২০২৩