গোফরান পলাশ, কলাপাড়া: পর্যটন নগরী কুয়াকাটার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে জঙ্গি হামলা ও নাশকতার পরিকল্পনার বৈঠক কালে ১১ জামাত-শিবিরের
সক্রিয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহিপুর থানার ওসি মো: ফেরদৌস আলম খাঁন’র নেতৃত্বে আবাসিক হোটেল আল-হেরা’র
৩০৪ নম্বর কক্ষ থেকে বিপুল সংখ্যক জিহাদী-উগ্রবাদী বই, কর্মী সংগ্রহ ফরম, সংগঠন মুদ্রিত নোট বুক, খাতা, ১২টি মোবাইল সহ এদের আটক করা হয়।
এসময় অভিযানে কর্তব্যরত পুলিশ উপ-পরিদর্শক শহিদুল, কনেষ্টবল মাসুম, হাসান ও কনেষ্টবল ফরহাদ তাদের হামলায় আহত হয় বলে পুলিশ জানায়।
আটককৃতরা হচ্ছে ঝালকাঠি সদর উপজেলার চাঁদকাঠি গ্রামের আহম্মদ আলী’র পুত্র
মো: ফরিদুল হক (৫৬), কৃষ্ণকাঠি গ্রামের আ: গনি হাওলাদার’র পুত্র মো:
ফারুক হোসেন (৫৭), একই গ্রামের মৃত আ: গনি হাওলাদার’র পুত্র মো:
মোজাম্মেল হক, ঝালকাঠি পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের মৃত আ: মালেক’র পুত্র
মো: আজিজুর রহমান (৩৮), ঝালকাঠি সদর উপজেলার পূর্ব চাঁদকাঠি গ্রামের মৃত
মোসলেম আলী’র পুত্র আ: হান্নান (৫০), ঝালকাঠি পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের
সেলিম হাওলাদারের পুত্র মো: আরিফ হোসেন হাওলাদার (২৪), জেলার রাজাপুর
থানার কানুদাসকাঠি গ্রামের মৃত আমজেদ আলী হাওলাদারের পুত্র মো: জাহিদুল
ইসলাম (৪৬), নলছিটি থানার নলবুনিয়া গ্রামের মৃত কদম আলী হাওলাদারের পুত্র
শফিকুল ইসলাম (৫৪), খাওখীর গ্রামের মৃত হাকিম আলী হাওলাদার’র পুত্র আ:
হালিম হাওলাদার (৬৪), আমতলি গ্রামের মৃত মুনসুর আলী আকন’র পুত্র মো:
হারুন-অর-রশিদ (৫৭), কাঠালিয়া থানার সোনাউটা গ্রামের সাহেব আলী সরদার’র
পুত্র মো: এনামুল হক সরদার (৩৭)।
মহিপুর থানার ওসি মো: ফেরদৌস আলম খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে
হোটেল কক্ষে গোপন বৈঠক চলাকালে এদের আটক করা হয়েছে। এসময় এদের কাছ থেকে গোলাম আজমের লেখা সহ বিপুল সংখ্যক জিহাদী-উগ্রবাদী বই, কর্মী সংগ্রহ ফরম,
সংগঠন মুদ্রিত নোট বুক, খাতা, ১২টি মোবাইল জব্দ করা হয়েছে। ৪ জন পুলিশসদস্য তাদের হামলায় আহত হয়েছে।
ওসি আরও বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষেরনির্দেশনায় পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post