Print Date & Time : 12 September 2025 Friday 12:16 pm

কুয়াকাটায় পাঁচটি সাপ বনে অবমুক্ত

গোফরান পলাশ, কলাপাড়া: কুয়াকাটায় ক্যানভাসারের কাছ থেকে উদ্ধারের পর পাঁচটি সাপ বনে অবমুক্ত করেছে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের
সদস্যরা।
আজ রবিবার বেলা ২টার দিকে সমুদ্র সৈকত সংলগ্ন লেম্বুরবনে এসব সাপ অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন অ্যানিমেল লাভারস অফ কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান, বায়েজিদ ও মহিপুর বন বিভাগের বন কর্মীরা। অবমুক্ত করা সাপগুলোর মধ্যে বিষধর পদ্ম গোখরা ৩টি, নির্বিষ দাঁড়াশ ১টি ও
১টি বার্মিজ অজগর।

এর আগে আজ দুপুরে এসব সাপ নিয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরের পাইকবাড়ি নামক গ্রামে এক সাপুড়ে খেলা দেখাচ্ছিল। এমন খবর পেয়ে বনবিবাগ ও অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী টিমের সদস্যরা সেখান থেকে সাপগুলো উদ্ধার করে। পরে সাপ ধরবেনা এই মর্মে মুচলেখা দিলে ওই সাপুড়িয়াকে ছেড়ে দেয়া হয়।

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, বন বিভাগ অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যদের সহযোগিতা করেছে। বন্যপ্রানী সংরক্ষনে তৎপর রয়েছে বন বিভাগ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//