কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে সমুদ্র সৈকতের জাতীয় উদ্যান সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লাশটি সকালের জোয়ারে গভীর সমুদ্র থেকে তীরে ভেসে আসে। পরে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে কুয়াকাটা নৌ-পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। লাশের শরীরের উপরিভাগে রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিল বলে স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, লাশটি অর্ধগলিত হওয়ায় পরিচয় সনাক্তন করা যায়নি। এটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post