Print Date & Time : 11 September 2025 Thursday 12:46 pm

কুয়েটে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ২০২১-২০২২ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষ/লেভেল-১ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের সমন্বিত ভর্তি পরীক্ষা শনিবার (৬ আগষ্ট) কুয়েটে সকাল ১০ টা থেকে দুপুর ০১.৪৫টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

ভর্তি পরীক্ষায় ৯৪২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭২৩৩ জন উপস্থিত ছিল যার শতকরা হার ৭৬.৭৬ ভাগ। খ গ্রুপে ৮৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯৬ জন অংশগ্রহণ করে যার শতকরা হার ৬৮.৫১। কুয়েট ক্যাম্পাসে “ক” গ্রুপে (বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি) রোল ২৫০০০১-২৫৮৫৫৩ পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর ১২.৩০টা পর্যন্ত এবং “খ” গ্রুপে (বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক) রোল ২৭০০০১-২৭০৮৭০ পর্যন্ত শিক্ষার্থীগণ ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করেন।

ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন ভর্তি পরীক্ষার বিভিন্ন কক্ষসমূহ পরিদর্শন করেন। এ সময় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. কে. এম. আজহারুল হাসান সহ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টগণ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//