Print Date & Time : 8 July 2025 Tuesday 9:07 am

কৃষক সংগ্রাম সমিতির হাট প্রচার জনসভা অনুষ্ঠিত

কুষ্টিয়া কুমারখালির ৭নং বাগুলাট ইউনিয়নের দুধ কুমড়ো খাল বাজারে কৃষক সংগ্রাম সমিতির হাট প্রচার জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৮এপ্রিল বিকাল সাড়ে চার টায় মোসলেম উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কুষ্টিয়া জেলার আহ্বায়ক মোক্তারুল ইসলাম মুক্তি বিশেষ অতিথি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক শ্রমিক নেতা পলান বিশ্বাস।
উক্ত জন সভায় আরো বক্তব্য রাখেন, কৃষক সংগ্রাম সমিতির মিরপুর উপজেলার আহ্বায়ক আব্দুর রহমান , শ্রমিক নেতা ওয়াহিদুজ্জামান যুগ্ম আহ্বায়ক বাংলা দেশ ট্রেড ইউনিয়ন সংঘ কুষ্টিয়া, বটতৈল ইউনিয়ন শাখা,কৃষক নেতা আব্দুল মান্নান, শ্রমিক নেতা তোরাব আলী প্রমূখ।
অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন ডাক্তার আমিরুল ইসলাম।
বক্তারা কৃষক ও কৃষির সমস্যা ই মূলত দেশের সমস্যা জাতীয় সমস্যা তাই কৃষকদের ঐক্য বদ্ধ থাকতে অনুরোধ জানান।ঐক্যবদ্ধ হলে প্রাপ্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। নেতারা দৌলতপুর উপজেলায় ফসল লুট ও পাকা ফসলী ক্ষেতে প্রত্যেক কৃষকের কাছ থেকে অবৈধ চাঁদা আদায় বন্ধ করার আহব্বান জানান।- প্রেস বিজ্ঞপ্তি