কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কৃষি প্রণোদনা পাচ্ছেন ২ হাজার ৬শ ৬০ জন কৃষক। এসব কৃষকদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। চলতি সপ্তাহ থেকে রবি ২০২১-২২ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ ও মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে কৃষি উপকরণ বীজ ও সার বিতরণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু এসব উপকরণ বিতরণের উদ্বোধন করেছেন।
কৃষি সম্প্রসারন অফিস জানায়, উপজেলার সাতটি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা, বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এবার ৩ হাজার ৩শ ১০ হেক্টর জমিতে গম চাষ ও ৪ হাজার ২শ ২০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। দুই হাজার কৃষককে ১ কেজি করে বোরো চাষের জন্য উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড বীজ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। কৃষি প্রণোদনা হিসেবে ভূট্টা চাষীদের বিঘা প্রতি ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ২ কেজি বীজ আর গম চাষীদের ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ চলচে। এছাড়াও পেয়াজ, মুগ, তিল ও নাভী পাট বিতরণ করা হবে।
বুধবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সরকারিভাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা, বিনামূল্যে বীজ ও সার দেয়া হচ্ছে। এবার কৃষি প্রণোদনা হিসেবে গম ১ হাজার বিঘা, ভূট্টা ১ হাজার বিঘা, সরিষা ৪শ বিঘা, চিনা বাদাম ১শ বিঘা, শীতকালিন পেয়াজ ১শ বিঘা ও মুগ ৬০ বিঘা জমিতে বিঘা প্রতি কৃষকদের কৃষি প্রণোদনা বিতরণ চলছে।

Discussion about this post