নিজস্ব প্রতিনিধি: গতকাল কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন -কেইউজে’র পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন -কেইউজে’র সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শামিম উল হাসান অপু।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন -কেইউজে’র যুগ্ম সাধারণ সম্পাদক এমএ জিহাদ, কোষাধ্যক্ষ এনামুল হক, দপ্তর সম্পাদক এস এম মাহফুজ উর রহমান, প্রচার সম্পাদক খালিদ হাসান সিপাই ও নির্বাহী সদস্য হায়দার আলী। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও মাহমুদুর রহমানের হত্যার উদ্দেশ্যে দায়ের করা মামলার আসামি গ্রেফতারের দাবি জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন , কুষ্টিয়া আদালত চত্বরে হত্যার উদ্দেশ্যে সাংবাদিক নেতা মাহমুদুর রহমানের উপর আওয়ামী হামলা চালায়। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় ৪৭ জনকে আসামি করে মামলা করা হয়। রহস্যজনক ভাবে প্রশাসন আসামির প্রকাশ্যে থাকলেও গ্রেফতার করছে না। এদিকে সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের সাথে জড়িত দের পুলিশ আটক করতে পারেনি নি। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের কোন আসামি এখন পর্যন্ত শনাক্ত হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টার মামলার আসামিরা কুষ্টিয়াতে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা যায়। কেউ কেউ বালির কাছ থেকে কৌশলে স্প্যাম করে নিয়েছে। এখানে প্রশাসনের ভূমিকা রহস্যজনক। আমরা দ্রুত মাহমুদুর রহমান হত্যা চেষ্টাসহ সকল আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।