নেপথ্যে দাম্পত্য কলহের জের
কেশবপুরে স্বামীর সাথে কলহের জেরে ১২দিন বয়সী যমজ শিশুকে পার্শ্ববতী ডোবায় ফেলে হত্যা করছে এক পাশান্ড মা। ঘটনটি অবিশ্বাস্য হলেও সত্য ৷ বুধবার (২২ নভেম্বর) কেশবপুর পৌর সদরের সাহাপাড়া নতুন মসজিদের পাশ্ববর্তী একটি ডোবা থেকে শিশু দু’টির মরদেহ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় শিশুদের মা সুলতানা খাতুনকে আটক করেছে পুলিশ।মৃতদেহ উদ্ধারের পর চাঞ্চল্যকর এ ঘটনা জানতে পেরে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসাইন, থানার ওসি জহিরুল আলম ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রতিবেশীরা সূত্র জানিয়েছে, পৌর সদরের সাহাপাড়া নতুন মসজিদ এলাকার বাসিন্দা আব্দুল লতিফ হাওলাদারের মেয়ে সুলতানা খাতুন (৩৫) ও জামাতা আবু বক্কর তার বাড়িতে বসবাস করেন। গত ১০ নভেম্বর সুলতানা জমজ সন্তান প্রসব করেন। এরমধ্যে একটি ছেলে ও একটি মেয়ে ছিল। তবে পারিবারিকভাবে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দামপত্য বিরোধ চলে আসছিল। বাড়ির পেছনের একটি ডোবায় ফেলে শিশু দুটিকে হত্যা করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তান হত্যার কথা স্বীকার করেছে ওই নারী। স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে বুধবার দিবাগত রাত ২টার দিকে মা নিজে হাতে যমজ সন্তানদের বাড়ির পেছনের ডোবায় ফেলে হত্যা করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে বুধবার দিবাগত রাত ২টার দিকে মা নিজে হাতে যমজ সন্তানদের বাড়ির পেছনের ডোবায় ফেলে হত্যা করে ।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ২২,২০২৩//
প্রিন্ট করুন
Discussion about this post