Print Date & Time : 13 September 2025 Saturday 9:00 pm

কৈলাশটিলা-২ থেকে প্রতিদিন ৭০ লাখ ঘনফুট গ্যাস মিলবে

সিলেট অফিস:
সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির কৈলাশটিলা-২ গ্যাসকূপ থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) উপ-মহাব্যস্থাপক মো. মহসিনুল আলম। তিনি বলেন, ‘কৈলাশটিলা-২ গ্যাসকূপে ৩ হাজার ৬০০ কোটি টাকার গ্যাস মজুদ রয়েছে। এ কূপ থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস পাওয়া যাবে। চলতি সপ্তাহ থেকেই জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ শুরু হবে।
শনিবার (১৮ নভেম্বর) এসব তথ্য জানান তিনি ।
সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি একের পর এক কূপ খনন ও পুনর্খননের মাধ্যমে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাসের যোগান দিচ্ছে। ১৯৮৮ সালে আবিষ্কৃত এই কূপ থেকে ২০২১ সালে গ্যাস উত্তোলন বন্ধ হয়ে যায়। পরে এই কূপ পুনর্খননের দায়িত্ব দেয়া হয় বাপেক্সকে। তিনমাসেই কূপের ৩ হাজার ২৬২ মিটার গভীরতায় গিয়ে গ্যাসের সন্ধান তারা ।

সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি লিমেটেডের (এসজিএফএল) কৈলাশটিলা-২ গ্যাসকূপের প্রকল্প পরিচালক ড. মো. ফরহাদুজ্জামান বলেন, ‘এই গ্যাস কূপ থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস প্রাপ্তির পাশাপাশি ৭০ ব্যারেল কনডেনসেট উত্তোলন করা হবে। চলতি মাসেই ১০ কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবারাহ করতে যাচ্ছে এসজিএফএল।’

কূপটিতে ৫৩ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে জানিয়ে ফরহাদুজ্জামান বলেন,এই কূপ থেকে গ্যাস সরবরাহের ফলে দৈনিক এক কোটি ৩০ লাখ টাকা সাশ্রয় হবে এলএনজি আমদানিতে।

এবি//দৈনিক দেশতথ্য// নভেম্বর ১৭,২০২৩//