কোটচাঁদপুর প্রতিনিধি-ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে সিরাজুল ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১২ টার দিকে উপজেলার বলুহর নামক স্থানে এ ঘটনা ঘটে। মৃত সিরাজুল ইসলাম পার্শবর্তী রাজাপুর গ্রামের মৃত নবাই মন্ডলের ছেলে।
কোটচাঁদপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, রাত ১২ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস রাজাপুর গেইট এ পৌঁছালে এতে কাটা পড়ে সিরাজ উদ্দিন মারা যায়। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে খুলনা জিআরপি পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর নিয়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সিরাজুল ইসলাম আত্মহত্যা করেছে।
প্রিন্ট করুন
Discussion about this post