Print Date & Time : 20 July 2025 Sunday 9:26 am

কোটালীপাড়ায় অজ্ঞাতনামা লাশ উদ্ধার

গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রাস্তার নিচের ঝোপঝাড় থেকে অজ্ঞাত বৃদ্ধের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) উপজেলার কান্দি ইউনিয়নের তরুর বাজার এলাকায় একটি রাস্তার নিচের ঝোপঝাড় থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

কান্দি ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম বলেন, শনিবার সকালে রাস্তার নিচে ঝোপঝাড়ে অজ্ঞাত বৃদ্ধের লাশ দেখে এলাকাবাসী আমাকে জানায়। আমি জানার সাথে সাথে পুলিশ প্রশাসনকে খবর দেই। পুলিশ প্রশাসন এসে লাশটি থানায় নিয়ে যায়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে কান্দি ইউনিয়নের তরুর বাজার এলাকার রাস্তার নিচে ঝোপঝাড় থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত লাশটির পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর কারণ জানা যাবে।

এম/দৈনিক দেশতথ্য//