গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ার তারাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালযটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বাসুদেব বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন।
সভায় বিদ্যালয়ের অভিভাবক-শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল, প্রধান শিক্ষক অশোক অধিকারী, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি হ্যাপী তালুকদারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, বাসায় শিক্ষার্থীদের হাতে মোবাইল দিবেন না। শিক্ষার্থীরা একবার মোবাইলে ইন্টারনেট বা গেমসে আসক্ত হয়ে পড়লে লেখাপড়ায় মনোযোগ কমে যায়। শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য শিক্ষকদের পাশাপাশি মা-বাবাকেও দায়িত্বশীল হতে হবে।
সমাবেশে প্রধান অতিথি দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।