Print Date & Time : 24 August 2025 Sunday 12:34 am

কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার (৮ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার জসিম উদ্দিন শেখ, প্রশিক্ষন কর্মকর্তা শাহারিয়ার সাদ্দাম, সাংবাদিক মিজানুর রহমান বুলু, নারী উদ্যকতা সানজিদা আফরিন, রিপা হাওলাদার সহ প্রমূখ বক্তব্য রাখেন।

এম/দৈনিক দেশতথ্য//