গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
কোটালীপাড়ার সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) প্রতীক দত্ত অথিতি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সিদ্দিক নুর আলম, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ, সাবেক শিক্ষক হাবিবুর রহমান,শিক্ষক মতিয়ার রহমান,আবুল কালাম শেখ প্রমূখ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন,শিক্ষা, খেলাধূলা এবং সংস্কৃতি একে অপরের পরিপূরক। ক্রীড়া, শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। যার ফলে শিক্ষার্থীরা নিজেদের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তারা আরো বলেন, প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশুদের মেধা ও মননের বিকাশ
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post