Print Date & Time : 24 August 2025 Sunday 4:34 am

কোটালীপাড়ায় খালে বাঁধ দিয়ে মাছ চাষ, জরিমানা

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় তারাইল-সোনাখালী খালে অবৈধ ভাবে বাঁধ দিয়ে মাছ চাষের অপরাধে গুরুপদ মন্ডল (৪৫) নামে এক ব্যক্তির ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে সরকারি খাল দখল করে অবৈধ ভাবে মাছ করার অপরাধে গুরুপদ মন্ডলের ১ লক্ষ টাকা জরিমানা করেন।

গুরুপদ মন্ডল উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের তারাইল গ্রামের যদুনাথ মন্ডলের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, গুরুপদ মন্ডলসহ কয়েকজন ব্যক্তি তারাইল-সোনাখালী খাল, সোনাখালীর কুমলাবতী খাল, কোনের বাড়ির কলমামুনিয়া খাল, দেওপুরা খাল বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে মাছ চাষ করে আসছিল।

এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর আমরা বাঁধগুলো কেটে দিয়ে গত বুধবার দখলমুক্ত করি। পরের দিন বৃহস্পতিবার তারাইল-সোনাখালী খালে গুরুপদ মন্ডল আবার বাঁধ দেয়। খবর পেয়ে আমরা বাঁধ দেওয়া স্থানে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে গুরুপদ মন্ডলের ১লক্ষ টাকা জরিমানা করি। আমাদের খাল দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক দেশতথ্য//এইচ//