Print Date & Time : 26 August 2025 Tuesday 10:22 am

কোটালীপাড়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও কেক কাটা হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা ছাত্রদলের আয়োজনে শিল্পকলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক লালন শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটালীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির আহবায়ক ইউসুফ আলী দাড়িয়া, সদস্য সচিব ওয়ালিউর রহমান হাওলাদার, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডাবলু, যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শহীদুল তালুকদার, সদস্য সচিব নিলয় হাওলাদার মস্তফাসহ ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার শিল্পকলা চত্বরে কেক কাটা হয়।