গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি :
জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে কোটালীপাড়া উপজেলা চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবু তাহের আল হেলাল, ইউপি চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ কালু, ইউপি সচিব রমনী রায়, সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার বলেন, একজন শিশু জন্ম নিবন্ধনের মাধ্যমে সে যেমন রাস্ট্রের নাগরিকত্বের পাশাপাশি সকল সুযোগ-সুবিধাগুলো পায় তেমনি মৃত্যুর আগে একজন ব্যক্তি যে সুবিধাগুলো পেত মুত্যু নিবন্ধন করা হলে ওই সুবিধাগুলো অন্য একব্যক্তি দ্রæত পেতে পারে। দ্রæত সময়ের মধ্যে সঠিকভাবে জন্মমৃত্যু নিবন্ধন প্রয়োজন।
তাছাড়া একটি রাষ্ট্র পরিচালনার জন্য অনেক তথ্যের প্রয়োজন। জন্ম-মৃত্যু নিবন্ধনের জন্য প্রতিটি ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক সচেতনতা ক্যাম্পিংসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post