কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে শতাধিক স্থানে আলোচনা সভা, দোয়া ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, ইউপি চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, তুষার মধু, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, যুবলীগ নেতা দুলাল শেখ, শেখ কাইয়ুম হোনে, তাইজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামিম দাড়িয়াসহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে সকাল ৮টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা নানা কর্মসূচির মধ্যে দিয়ে উপজেলার শতাধিক স্থানে জাতীয় শোক দিবস পালন করেছি।

Discussion about this post