Print Date & Time : 14 March 2025 Friday 12:53 pm

কোটালীপাড়ায় তারণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা


গৌরাঙ্গ লাল দাস , কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তারণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রকৌশলী মো: শফিউল আজম,উপজেলা মাধ্যমিক অফিসার মো: সিদ্দিক নুর আলাম প্রমূখ বক্তব্য রাখেন।