Print Date & Time : 2 July 2025 Wednesday 10:52 am

কোটালীপাড়ায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নতুন বাংলাদেশ বিনির্মাণে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফ্তা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ, উপজেলা কৃষি অফিসার দোলন রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সিদ্দিক নুর আলম, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো : আবুল কালাম আজাদ, রাধাগঞ্জ সার্বজনীন দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো: মামুনুর রশীদ শেখ ,কাজী মন্টু কলেজের প্রভাষক প্রভাষ চন্দ্র মন্ডল,প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস,শিক্ষার্থী রাহুল দেব রায়,নবনিতা রায় ও তানজিরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

কর্মশালায় উপজেলার বিভিন কলেজ,মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন