গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভট্টের বাগান মন্দির কমিটির উপদেষ্টা, পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ঠিকাদার দুলাল চন্দ্র সাহা’র প্রয়াণ উপলক্ষে ভাগবত পাঠ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে ভট্টের বাগান মন্দির প্রাঙ্গনে মন্দির কমিটির আয়োজনে এ ভাগবত পাঠ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
ভট্টের বাগান নিশানাথ খোলা সার্বজনীন কালী মন্দির কমিটির সভাপতি অশোক কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টিয়ান ঐক্য পরিষদের কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র বালা, কোটালীপাড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশ্রাফ উজ্জামান ঝন্টু, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, রতন সেন কংকন বক্তব্য রাখেন।
স্মরণ সভা শেষে ভাগবত পাঠ করেন গৌর কিশোর দাস বাবাজী।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে দুই সহাস্রাধিক ভক্ত ভাগবত পাঠ ও স্মরণ সভায় অংশগ্রহণ করেন।
এবি//দৈনিক দেশতথ্য //জানুয়ারী ১৯,২০২০//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post