Print Date & Time : 5 July 2025 Saturday 1:42 am

কোটালীপাড়ায় নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলার পল্লী উন্নয়ন একাডেমীর হলরুমে জে.কে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিবেদিত ও শিক্ষার্থীদের সংগঠন পূর্বাভাসের আয়োজনে এ নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ড রিসার্চ অনুবিভাগের মহাপরিচালক অরুণ কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।

পূর্বাভাসের আহবায়ক আশিক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এডিশনাল এসপি, এসপিবিএন-১ নিশাত রহমান মিথুন, কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ, জে.কে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জিএম সাইফুল ইসলাম, শিক্ষক বিএম বাবুল হোসেন , পূর্বাভাসের সদস্য সচিব এইচ এম নাসরুল্লাহসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।