Print Date & Time : 2 July 2025 Wednesday 12:15 am

কোটালীপাড়ায় নব যোগদানকৃত প্রাথমিক সহকারী শিক্ষকদের বরণ

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নব যোগদানকৃত প্রাথমিক সহকারী শিক্ষকদের বরণ করে নিয়েছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ উপজেলা শাখা।

গত সোমবার (০২ জুন) বিকেলে উপজেলার কমলকুঁড়ি বিদ্যানিকেতনের সততা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় নতুন শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সাথে সাথে অতিথিদেরও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি রসময় রত্নের সভাপতিত্বে অনুষ্ঠিত নব যোগদানকৃত শিক্ষক বরণ অনুষ্ঠানে কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমান, শিক্ষক অনাদি বিশ্বাস, এসএম কামরুজ্জামান, মনিময় রায়, অলিউল হক, ইব্রাহিম সিকদার, গোলাম মোস্তফা দাড়িয়া, নিখিল চন্দ্র বাড়ৈ, বিপ্লব মধু ও সিপন ঘরামী বক্তব্য রাখেন।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ কোটালীপাড়া উপজেলা শাখার মহিলা সম্পাদক শিল্পী বাগচী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।