গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে শিল্পকলা চত্ত¡রে উপজেলা কৃষি অফিসের আয়োজনে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র ও প্রাান্তিক কৃষকদের মাঝে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।
এসময় পুলিশ সুপার মো: মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
কৃষি অফিসার দোলন চন্দ্র রায় বলেন, ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনা ও পুনর্বাসন কার্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মাধ্যমে ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রতি কৃষককে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়।
এম/দৈনিক দেশতথ্য//

Discussion about this post