Print Date & Time : 24 August 2025 Sunday 10:53 pm

কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মা ও শিশুদের স্বাস্থ্য সেবা প্রদানে ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ২শতাধিক দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

উপজেলার ছিকটীবাড়ী বারুরী পরিবারের আয়োজনে স্বর্গীয়া ভানুমতীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার উপজেলার ছিকটীবাড়ী উমাচরণ সার্বজনীন উচ্চ বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন।
এ সময় প্রফেসর কার্ত্তিক চন্দ্র বিশ্বাস , ডা: এন এন বারুরী, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ঝর্ণা হালদার, ব্যাংকার অমৃত বারুরী নির্ঝর উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল এ ক্যাম্পে উচ্চ ঝুকিপূর্ন গর্ভাবস্থা ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা: জেন্টি মজুমদার, ডা: দেবায়ন বারুরী (জর্জ), উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মনিকা দত্ত, তৃপ্তি বারুরীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারগন চিকিৎসা সেবা প্রদান করেন।

দৈনিক দেশতথ্য//এইচ//