Print Date & Time : 2 August 2025 Saturday 10:42 am

কোটালীপাড়ায় বঙ্গমাতার জন্মদিন পালিত

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন পালন করা হয়েছে। 

এ উপলক্ষে সোমবার (৮ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ ভবনের হলরুমে স্থাপিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

পরে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাস, ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম  বক্তব্য রাখেন। 

আলোচনা সভা শেষে ২০জন দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির ১৪জন নারীর মাঝে ৪ লক্ষ ৩৫হাজার টাকা বিতরণ করা হয়।

আর//দৈনিক দেশতথ্য//৮ আগষ্ট-২০২২