Print Date & Time : 23 August 2025 Saturday 5:31 am

কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিদুৎস্পৃষ্টে শিপন তালুকদার (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ রবিবার সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের উত্তরপাড়া কুঞ্জুবন গ্রামে এ ঘটনা ঘটে।

শিপন তালুকদার রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য লাভলু তালুকদারের ছেলে ও ৩ নং বাগান উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

নিহত শিপন তালুকদারের পিতা লাভলু তালুকদার বলেন, বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলতে গিয়ে গাছে উঠে ডাল কাটার সময় পা পিছলে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে যায়।

গাছের নিচ থকে আহত শিপনকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, স্কুল ছাত্র শিপন তালুকদারের বিদুৎস্পৃষ্টে হয়ে মারা যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।

দৈনিক দেশতথ্য//এইচ//