গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিমল কৃষ্ণ বিশ্বাস বেসরকারিভাবে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সহকারী রিটার্নিং অফিসারের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এ তথ্য জানিয়েছেন।
বিমল কৃষ্ণ বিশ্বাস দোয়াত কলম প্রতীকে ৪০ হাজার ২৭১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুজিবর রহমান হাওলাদার চিংড়ি মাছ প্রতীকে ৩৯ হাজার ২৮২ ভোট পেয়েছেন।
দেবদুলাল বসু পল্টু টিউবওয়েল প্রতীকে ৬৯ হাজার ৫৩৭ ভোটে ভাইস চেয়ারম্যান ও জেসমিন বেগম কলস প্রতীকে ৪৫ হাজার ৯৮৯ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫ হাজার ১৪৬ জন।
দৈনিক দেশতথ্য//এইচ//