Print Date & Time : 10 May 2025 Saturday 1:44 pm

কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি :
কুমিমল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে হেনস্থার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলার মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের সামনে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, হরলাল বিশ্বাস ডা: আতিয়ার রহমানসহ মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।
বক্তারা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর উপর হামলাকারীদের শাস্তি দাবী করেন।