Print Date & Time : 21 July 2025 Monday 1:16 am

কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ বুধবার (২৬ মার্চ) উপজেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি’র আহবায়ক এস এম মহিউন্দিন,উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শুরুর আগে বীর মুক্তিযোদ্ধাদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।