গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বেদেদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে কম্বল বিতরণ করেছে জ্ঞানের আলো পাঠাগার।
আজ সোমবার (২৯ জানুয়ারি) সকালে কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের তারাশী গ্রামে অবস্থিত বেদে পল্লীতে বসে বেদেদের মাঝে এসব কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন।
এ সময় সমাজসেবক মহম্মদ আলী, জ্ঞানের আলো পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুজ্জামান শেখ জুয়েল, প্রচার সম্পাদক রাইসুল ইসলাম, ত্রান বিষয়ক সম্পাদক ইকবাল শেখ, যুব উন্নয়ন সম্পাদক শেখ আবদুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হাসিদা বেগম বলেন, শীতে খুব কষ্টে ছিলাম। আইজ কম্বল পাইয়া খুব ভাল লাগছে। জ্ঞানের আলো পাঠাগারকে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীর পাঠানো কম্বল আমাদের হাতে তুলে দেওয়ার জন্য।
জ্ঞানের আলো পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুজ্জামান শেখ জুয়েল বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোটালীপাড়ার দরিদ্রদের মাঝে বিতরণের জন্য জ্ঞানের আলো পাঠাগার থেকে কম্বল চেয়ে আবেদন করলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জ্ঞানের আলো পাঠাগারকে ২ শত পিচ কম্বল বরাদ্দ দেওয়া হয়। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আজ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বেদেদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করি। এভাবেই দরিদ্র শীতার্তদের ঘরে ঘরে গিয়ে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। জ্ঞানের আলো পাঠাগার সবসময় সমাজের সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই জ্ঞানের আলো পাঠাগার কে মানবিক কাজ করার সুযোগ দেওয়ার জন্য।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, তীব্র এই শীতে কোটালীপাড়ার সুবিধা বঞ্চিত বেদে পরিবারগুলো আজ কম্বল পেয়ে মহাখুশি। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এই সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। জ্ঞানের আলো পাঠাগার যে কাজটি করেছে সেটি অত্যন্ত প্রশংসার দাবি রাখে। আশা করছি জ্ঞানের আলো পাাঠাগার আগামীতেও এ ধরনের ভালো কাজের সাথে থাকবে।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন
Discussion about this post