গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কের উপজেলা পরিষদের সামনে সকাল ১১ থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হাসান মোঃ নাসির উদ্দিন শেখ, কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমান, পিঞ্জুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারুরী, রাধাগঞ্জ সার্বজনীন দাখিল মাদ্রাসার সুপার মামুনুর রশীদ, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নন্দলাল বিশ^াস, শিক্ষক হাবিবুর রহমান মুকুল বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রেখে শিক্ষা সংস্কার কমিশন গঠনের মাধ্যমে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ করতে হবে।
মানববন্ধন শেষে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের হাতে স্মারকলিপি তুলে দেন।

Discussion about this post