Print Date & Time : 26 August 2025 Tuesday 1:24 am

কোটালীপাড়ায় ভুয়া চিকিৎসকের কারাদন্ড

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পিন্স মৈত্র (২৭) নামে এক ভুয়া চিকিৎসককে ৬মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

পিন্স মৈত্র পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার খেজুরতলা গ্রামের পঙ্কজ মৈত্রের ছেলে। 

গত রবিবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার ভাঙ্গারহাটে শান্তিলতা ক্লিনিকে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ এ কারাদন্ড ও জরিমানা প্রদান করেন। এছাড়াও শান্তিলতা ক্লিনিকের মালিক দিলীপ বিশ্বাসকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তা উপস্থিত ছিলেন। 

উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তা বলেন, এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে পিন্স মৈত্র দীর্ঘদিন ধরে শান্তিলতা ক্লিনিকে রোগী দেখছেন। আমরা খবর পেয়ে ওখানে অভিযান চালাই। অভিযানের সময়ে পিন্স মৈত্র কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এবং তিনি এমবিবিএস পাস চিকিৎসক নন বলে স্বীকার করেছেন। তাই উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ ভুয়া চিকিৎসক পিন্স মৈত্রকে ৬মাসের কারাদন্ড ও ২০হাজার টাকা জরিমানা করেন।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২৫,২০২২//