গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ইস্রাফিল শেখকে রাধাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি ও নাছির খন্দকারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
গতকাল শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টায় ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়ে চলে গভীর রাত পর্যন্ত এ সম্মেলন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সম্মেলন উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রঞ্জন মল্লিক।
সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি এ্যাড.খন্দকার মো:ইকবাল হোসাইন এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মহিউদ্দিন, সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডাবলু, ঢাকা কলেজ শাখার ছাত্রদলের সহ-সভাপতি প্রদীপ অধিকারী, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব খান, সদস্য সচিব মাসুদ তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ সহ প্রমূখ বক্তব্য রাখেন।
প্রিন্ট করুন
Discussion about this post