Print Date & Time : 11 May 2025 Sunday 10:17 pm

কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া( গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হক দুঃস্থ ও সহায়-সম্বলহীন শীতার্তদের খুঁজে বের করে তাদের মধ্যে কম্বল বিতরণ করেন।

উপজেলার পৌরসভার পশ্চিমপাড় ও কলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

ইউএনও’র হাত থেকে কম্বল পেয়ে শীতে কষ্ট পাওয়া বিভিন্ন বয়সী মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত ।