Print Date & Time : 10 May 2025 Saturday 5:52 pm

কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জামায়াত ইসলামীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কুশলা মাদ্রাসা হলরুমে গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপাক রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে এ সব শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় জামায়াতের গোপালগঞ্জ জেলা সেক্রেটারী আল মাসুদ খান, কোটালীপাড়া উপজেলা আমীর ছোলায়মান গাজী, নায়েবে আমীর সেকেন্দার আলী, সেক্রেটারী মাওলানা ফরিদ উদ্দিন মাসউদসহ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপাক রেজাউল করিম বলেন, আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জামায়াত ইসলামীর জনকল্যাণমূলক কার্যক্রমের একটি অংশ।

মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। শীতার্ত মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমরা সবসময় তাদের পাশে থাকতে চাই।