Print Date & Time : 24 August 2025 Sunday 6:38 pm

কোটালীপাড়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ নজরুল ইসলাম ( ৫০) কে গ্রেফতার করা হয়েছে।

গত সোমবার দিবাগত রাতে কোটালীপাড়া থানার এসআই কামরুল ইসলাম ও এএসআই মিজানুর রহমান ঢাকার শাজাহানপুর থেকে মোঃ নজরুল ইসলামকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোঃ নজরুল ইসলাম কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামের মান্নান বেপারীর ছেলে।

কোটালীপাড়া থানার এসআই কামরুল ইসলাম বলেন, ঢাকার রমনা থানায় দায়েরকৃত একটি মাদক মামলায় মোঃ নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। আমাদের এই থানায় গ্রেফতারি পরোয়ানা আসার কারণে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//