Print Date & Time : 10 May 2025 Saturday 12:14 pm

কোটালীপাড়ায় সাদপন্থীদের হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :গোপালগঞ্জের কোটালীপাড়ায় টঙ্গির ময়দানে সাদপন্থীদের অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে ওলামা মাশায়েক ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে উপজেলার মহুয়ার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় কোটালীপাড়া উপজেলা ওলামা কল্যাণ সমিতির সভাপতি মুফতি মাসুদুর রহমান,উপজেলা ওলামা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোজাফফর শেখ, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান শামীম

উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মানজুরুল হক বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা সাদপন্থীদের কঠোর সমালোচনা করেন। গত ১৭ ডিসেম্বর রাতে টঙ্গির ময়দানে হামলার ঘটনায় জড়িত খুনী সাদপন্থীদের ফাঁসির দাবী জানান।