কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে গত সোমবার গোপালগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
গত ২৫ জানুয়ারি উপজেলার কান্দি ইউনিয়নের মাচারতারা গ্রামে এ ঘটনা ঘটে।
মামলাসূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়াারি ওই স্কুল ছাত্রীকে বাড়ীতে রেখে মা ও বাবা জমিতে কাজ করতে যায়। এই সুযোগে মাচারতারা গ্রামের সুরেশ পান্ডে ছেলে বখাটে শংকর পান্ডে (২৩) ঘরে ঢুকে দরজা আটকিয়ে ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার মা বাবা স্থানীয় হোমিও চিকিৎসকের কাছে গিয়ে ওই ছাত্রীর চিকিৎসা করায়।
ওই স্কুল ছাত্রীর পিতা জানান, এ ঘটনার পরে এলাকার ইউপি সদস্য মাহাবুব মোল্লা ও বাবু দফাদারকে জানাই। তারা এই দুইজন সালিশের মাধ্যমে মীমাংসা করে দেবে বলে আমাকে মামলা না করার জন্য আশ্বাস দেন । কিন্তু কয়েকদিন হয়ে গেলও তারা আমাকে এই ঘটনার কোন সমাধান করে দেয়নি। যার কারণে আমাদের মামলা দায়ের করতে দেরি হয়েছে। এই ঘটনায় আমি বখাটে শংকর পান্ডের শাস্তি চাই।
ইউপি সদস্য মাহাবুব মোল্লা বলেন, এ ঘটনা শোনার পরে আমি তাদের বাড়িতে গিয়েছি । তবে আমি তাদের এই ঘটনা মীমাংসার আশ্বাস দেইনি।
এ ব্যাপারে জানার জন্য শংকর পান্ডের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় আদালত থেকে এখন পর্যন্ত কোন মামলার কপি পাইনি। মামলার কপি হাতে পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম/দৈনিক দেশতথ্য//

Discussion about this post