Print Date & Time : 25 August 2025 Monday 6:53 am

কোটালীপাড়ায় স্ত্রীর দাবি নিয়ে প্রকৌশলীর বাড়িতে এক নারীর অবস্থান

 গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্ত্রীর দাবি নিয়ে আহাদ মোল্লা নামে এক প্রকৌশলীর বাড়িতে অবস্থান নিয়েছেন এক নারী। স্ত্রীর স্বীকৃতি না দিলে তার স্বামীর বাড়িতে বসে আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন ওই নারী। 

অভিযুক্ত আহাদ মোল্লা কোটালীপাড়া উপজেলার সিতাইকুন্ড গ্রামের মোস্তফা মোল্লার ছেলে ও  হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রকৌশলী বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই নারী। 

গত বুধবার সন্ধ্যা থেকে ভুক্তভোগী ওই নারী প্রকৌশলী আহাদ মোল্লার বাড়ির উঠানের পাশে একটি গাছের নিচে অবস্থান নিয়েছেন। 

তিনি বলেন, দীর্ঘদিন প্রেম করার পরে ২০২০ সালের ৯ডিসেম্বর আমার সাথে প্রকৌশলী আহাদ মোল্লার বিয়ে হয়। বিয়ের পর আমরা স্বামী স্ত্রী হিসেবে ঢাকায় বসবাস করতে থাকি। আমাদের বিয়ের খবর দুই পরিবারের মাঝে জানাজানি হলে ২০২২সালের ৯ডিসেম্বর আমাদের সামাজিক ভাবে আবার বিয়ে হয়। দ্বিতীয় বিয়ের কিছু দিন পর হঠাৎ করে আহাদ আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আহাদ দীর্ঘ প্রায় ১বছর যাবত আমার সাথে যোগাযোগ বন্ধ রেখেছে। আমি নিরুপায় হয়ে স্ত্রীর দাবি নিয়ে আহাদের বাড়িতে এসে উঠেছি। সে আমাকে স্ত্রীর মর্যাদা না দিলে আমি এ বাড়িতেই আত্মহত্যা করবো। 

এদিকে ভুক্তভোগী ওই নারী প্রকৌশলী আহাদ মোল্লাদের বাড়িতে আসলে তার পরিবারের লোকজন অন্যত্র চলে যায়। 

প্রকৌশলী আহাদ মোল্লার প্রতিবেশী নেয়ামুল ফকির ও খলিল শেখ বলেন, প্রকৌশলী আহাদ মোল্লার সাথে সামাজিক ভাবে যে বিয়ে হয়েছে তাহা আমরা সকলেই জানি। বিয়ের পর আহাদ মোল্লা তার স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করতো। এখন তাদের মাঝে কি হয়েছে তাহা আমাদের জানা নেই। 

এ বিষয়ে জানার জন্য প্রকৌশলী আহাদ মোল্লার বাড়িতে গিয়ে তাদের পরিবারের কাউকে পাওয়া যায়নি। অন্যদিকে আহাদ মোল্লা ঢাকায় থাকায় তার সাথে একাধিক বার মুঠোফোনে যোগযোগ করা হলে তিনি ফোন ধরেননি। 

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১ ফেব্রুয়ারি ২০২৪