গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
আজ মঙ্গলবার উপজেলা পরিষদ চত্ত¡রে সামনের সড়কে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঘন্টব্যাপী এ মানববন্ধন পালন করেন।
এ সময় সহকারী শিক্ষক সিপন ঘরামী, ইব্রাহিম শিকদার, মোস্তফা দাড়িয়া, মোঃ মাসুদুর রহমান, অলিউল্লাহ হাওলাদার, অসিকুর রহমান, নিখিল চন্দ্র বাড়ৈ, জসীম উদ্দিন, মাধুরী শিকদার, বাছিরণ নেছা, শিল্পী বাগচী বক্তব্য রাখেন।
বক্তরা, অতি দ্রুত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়নের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেনের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post