Print Date & Time : 2 July 2025 Wednesday 1:06 pm

কোটালীপাড়ার ভট্টেরবাগানে গনেশ পাগলের মহোৎসব

গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি :
কোটালীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী ভট্টেরবাগান নিশানাথ খোলার বার্ষিক কালী পূজা,গনেশ পাগলের মহোৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার প্রতি বছরের মতো এ বছরও আশ্রম প্রাঙ্গণে পূজা, মহোৎসব ও মেলা অনুষ্ঠিত হয়।

বরিশাল, মাদারীপুর, বাগেরহাট, পিরোজপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার পাগল-ভক্তরা এ বার্ষিক পূজা ও মহোৎসবে অংশগ্রহণ করে। ঢাক-ঢোল-কাঁসি বাজিয়ে আগত ভক্তরা এ বার্ষিক মহোৎসবে অংশগ্রহণ করে পাগলের প্রসাদ গ্রহণ করেন।

ভট্টেরবাগান মন্দিরের বার্ষিক অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক রঞ্জিৎ কুমার রায় বলেন, প্রতি বছর ফালগুন মাসের প্রথম শনিবার দিনব্যাপী এ মন্দির প্রাঙ্গনে বাৎসরিক পূজা ও মহোৎসব অনুষ্ঠিত হয়। আগামী রবিবার রাতে ধর্মীয় যাত্রাপালার মধ্য দিয়ে এ বছরের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।