Print Date & Time : 25 August 2025 Monday 8:43 am

কোটালীপাড়ায়শেখ হাসিনার পক্ষে গণসংযোগ

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন কোটালীপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল হাসান।

আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের পক্ষে কোটালীপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল হাসানের নেতৃত্বে পৌরসভার পশ্চিমপাড়া,রতাল, বান্দল,মঠবাড়ীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে সিকিরবাজার এসে একটি পথসভায় মিলিত হয়।

কোটালীপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় কোটালীপাড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লা,সাবেক সাধারণ সম্পাদক জাফর মোল্লা, পৌর আওয়ামী লীগের সদস্য মনির ঘরামী, যুবলীগ নেতা লিয়াকত হোসেন লেবু ও লাভলু শেখ বক্তব্য রাখেন।

কোটালীপাড়া পৌরসভার কাউন্সিলর রকিবুল হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পৌরসভাসহ সারা বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ,যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। এই উন্নয়নের কথা চিন্তা করে আমাদের ওয়ার্ডবাসী আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে স্বত:স্ফুত ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য অপেক্ষা করছেন।

দৈনিক দেশতথ্য//এইচ//